ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপে গোপন নজরদারি ঠেকাবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:৪৩, ১৫ নভেম্বর ২০২১

হোয়াটসঅ্যাপ এখন সবার অতি প্রয়োজনীয় হয়ে ওঠেছে। কাজ, পরিবার, এন্টারটেনমেন্ট, ভাললাগা-মন্দলাগা, সবই ওই মুঠোফোনের অ্যাপটিতে। তবে এই হোয়াটসঅ্যাপ কিন্তু গোপনীয়তার আরেকটি জায়গাও। 

এমন অনেক কথা আমরা বলে থাকি চ্যাটে যা সকলের জানা উচিতও নয়। সেখানে থাকে কিছু ব্যক্তিগত ছবি, অর্থনৈতিক কথালাপ, ইউজার নেম-পাসওয়ার্ডের মতো গোপনীয় চ্যাট। 

দেখা গিয়েছে পরিবার হোক, বন্ধু হোক কিংবা অফিসের সহকর্মী, ফোন হাতে নিয়ে অনেকেরই স্বভাব আছে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাট দেখা। অনেক সময় দেখা যায় তারা হয়ত ক্ষতি করে না। কিন্তু গোপন যা তা গোপনেই তো থাকা উচিত। অনেকসময়ই ফোনে প্যাটার্ন অন করাও খুব কঠিন হয় না৷ তাই হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে এবার নতুন পন্থা অবলম্বন করতেই পারেন। 

ফোনের লক তো আছেই, তা তাছাড়াও হোয়াটসঅ্যাপের নিজস্বও যে লকিং সিস্টেম আছে তা জানেন কি? টাচ আইডি এবং ফেস আইডি দিয়ে আনলক করা যায় হোয়াটসঅ্যাপ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানান হয়েছিল যে, "আপনি চাইলে দ্বিস্তরীয় সুরক্ষা দিতে পারবেন হোয়াটসঅ্যাপকে। ফোন লকের পাশাপাশি ফেস এবং টাচ আইডি দিয়েও সুরক্ষিত রাখা যাবে অ্যাপটিকে। 

আইফোন সেটিংসএ গিয়েও কাজটি করা যাবে। জেনে নিন আইফোনে কীভাবে এই দ্বিস্তরীয় লক করা যাবে?

* প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান
* সেখানে অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করুন, এরপর প্রাইভেসি, তারপর স্ক্রিন লক অপশনে যান
* সেখানে টাচ আইডি এবং ফেস আইডি অপশন অন করুন
* কতক্ষণ হোয়াটসঅ্যাপ আনলকিং এর জন্য অপেক্ষা করবে সেই সময়ও বেঁধে দেওয়া যাবে সেখানে। 

এবার হঠাত যদি আপনার মনে হয় এই সুরক্ষা বন্ধ করবেন তাহলে কীভাবে সেটি করা যাবে জেনে নিন- 

* প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান
* সেখানে অ্যাকাউন্ট অপশনটি ট্যাপ করুন, এরপর প্রাইভেসি, তারপর স্ক্রিন লক অপশনে যান
* সেখানে টাচ আইডি এবং ফেস আইডি অপশন অফ করুন

যদি ফোনে টাচ আইডি বা ফেস আইডি অনের অপশন না থাকে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিয়েও হোয়াটসঅ্যাপ লক করে বাড়তি সুরক্ষা নিতে পারবেন। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি