ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্ষতিকর অ্যাপ আপনার ফোনে নেই তো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১৬ নভেম্বর ২০২১

হ্যাকারদের উপদ্রবে নিজের সাধের স্মার্ট ফোনটি সুরক্ষিত রাখা এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, সে জন্য সদা সচেষ্ট গুগল। তাই এবার ক্ষতিকর সাতটি অ্যাপকে সরিয়ে ফেলা হল গুগল প্লে-স্টোর থেকে। সঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করা হল, তারা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন।

একাধিক অ্যাপের মাধ্যমে অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করতে পারবে হ্যাকার, বলছেন সাইবার বিশেষজ্ঞরা। 

এভাবে কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট সাফ করে দেবে, আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না। যখন জানতে পারবেন, তখন অনেক দেরি হয়ে যাবে। 

চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলি বিপজ্জনক।

১. নাও কিউআর কোড স্ক্যান (Now QRcode Scan)
২. ইমোজি ওয়ান কিবোর্ড (Emoji One Keyboard)
৩. ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার (Battery Charging Animations Battery Wallpaper)
৫. ড্যাজলিং কিবোর্ড (Dazzling Keyboard)
৬. ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার (Volume Booster Louder Sound Equalizer)
৭. ক্লাসিক ইমোজি কিবোর্ড (Classic Emoji Keyboard)

এই অ্যাপগুলি আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। অজানা কোনও সোর্স থেকে কোনও অ্যাপ ডাউনলোড না করাই ভাল। সেই সঙ্গে যে অ্যাপগুলি কম সংখ্যায় ডাউনলোড হয়েছে, সেগুলিও এড়িয়ে চলুন। 

অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্য়ে অনেক সময় অনেক বানান এবং ইংরাজি লেখায় ভুল থাকে। সেগুলি ডাউনলোড না করাই ভাল। ছ’মাস ধরে ডাউনলোড করা কোনও অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই মুছে ফেলুন।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি