ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অ্যান্ড্রোয়েড ফোনে রিংটোন সেট করবেন কীভাবে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:১৬, ১৭ নভেম্বর ২০২১

ব্য়াক্তিগত ফোনে সবাই নিজের পছন্দমতো রিংটোন ব্য়বহার করতে পছন্দ করেন। হতে পারে কোনও গান, কবিতার লাইন অথবা অন্য় কোনও কিছু। কিন্তু সমস্য়া হয় রিংটোন সেট করার ক্ষেত্রে। সাধারণ ফিচার ফোনের তুলনায় অ্যান্ড্রোয়েড ফোনে সামান্য় জটিল প্রক্রিয়া থাকায় অনেকেই নিজের পছন্দমতো রিংটোন সেট করতে পারেন না। 

কীভাবে নিজের পছন্দমতো রিংটোন অ্যান্ড্রোয়েড ফোনে সেট করবেন, দেখে নিন এক নজরে। 

শুরুতেই যে অডিও ফাইলটি রিংটোন বানাতে চান সেটিকে অ্য়ান্ড্রোয়েড ফোনের রিংটোন ফোল্ডারে মুভ করে নিন। কম্পিউটার থেকেও এই কাজটি করতে পারেন। তবে তার জন্য় ফাইল ম্য়ানেজারের প্রয়োজন হবে।

অডিও ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে মুভ হওয়ার পর ওই ফোন্ডার থেকে বেরিয়ে যেতে হবে।

এরপর সেটিংস অপশনে যেতে হবে। সেখানে সাউন্ড অ্য়ান্ড ভাইব্রেশন নামে একটি অপশন থাকবে। ওই অপশনে ক্লিক করার পর ফোন রিংটোন নামে নতুন একটি অপশন দেখা যাবে।

সেখানে মাই সাউন্ড অপশনে ক্লিক করুন। এবং তারপর যে অডিও ফাইলটি রিংটোন করতে ইচ্ছুক সেটির উপর ক্লিক করুন।

সবশেষে প্লাস (+) অপশনে ক্লিক করুন। এবং সেভ করুন।

অ্য়ান্ড্রোয়েড ফোনে যে কোনও রিংটোন মোটামুটি ৩০ থেকে ৪৫ সেকেন্ড পর্যন্ত বাজতে থাকে। সে ক্ষেত্রে কোনও একটি বড় অডিও ফাইল আপলোড করলে অনেক সময় পছন্দের অংশ নাও বাজতে পারে। তাই সেক্ষেত্রে কোনও একটি অডিও ফাইলকে রিংটোন হিসেবে সেট করার আগে প্রয়োজনীয় অংশ রেখে বাকি অংশ এডিট করে ফেলে দিতে পারেন।

কিছু কিছু ফোনের ক্ষেত্রে ফাইল ম্য়ানেজারে গিয়ে কোনও একটি অডিও ফাইলের পাশে থ্রি ডট অপশন দেখা যায়। সেক্ষেত্রে ওই থ্রি ডটে ক্লিক করলে অনেকগুলি অপশন খুলে যাবে। সেখানে একটি অপশন থাকে সেট অ্য়াজ রিংটোন। ওই অপশনে ক্লিক করলেও সরাসরি ওই নির্দিষ্ট অডিও ফাইলটি রিংটোন হিসেবে সেট হবে।

সূত্র: এই সময়
এমএম/এসবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি