ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

করোনাকালে ৩০ শতাংশ বৃত্তিতে ডেটা সায়েন্স প্রোগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৮ নভেম্বর ২০২১

বরাবরের মতো এবারও করোনাকালে ডেটা সায়েন্স শিখতে ৩০ শতাংশ বৃত্তি দিচ্ছে দেশের লিডিং ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভ্যালু বেস একাডেমি। চলতি নভেম্বর মাসের ২১ তারিখে শুরু হবে ভিন্ন ভিন্ন কোর্স আউটলাইনের তিনটি প্রোগ্রাম।  

শুরু হতে যাওয়া ডেটা সায়েন্সের তিনটি প্রোগ্রাম হচ্ছেঃ অ্যানালিটিক্স ও বিআই ইঞ্জিনিয়ারিং, ডেটা ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লায়েড ডেটা সায়েন্স এন্ড এমএল ইঞ্জিনিয়ারিং। তত্ত্বগত ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি ডেটার মাধ্যমে কিভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ হতে পারে এবং প্রতিষ্ঠান কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে প্রোগ্রামগুলোতে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকটি প্রোগ্রামই অনলাইনে গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তাই যেকোনো জায়গা থেকেই ক্লাসে যোগদান করা যাবে। প্রোগ্রামগুলোতে যেহেতু ডেটা সায়েন্সের প্রাথমিক ধারণা থেকে শুরু করে ধীরে ধীরে গভীরে যাওয়া হবে তাই যে কেউ এতে অংশ নিতে পারবে। তাছাড়া সহজেই যেনো আগ্রহীরা ডেটা সায়েন্সের সঙ্গে নিজেকে এগিয়ে নিতে পারে, সেজন্য শিক্ষাগত যোগ্যতার বিষয় উন্মুক্ত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রোগ্রাম ফি কিস্তিতে পরিশোধ করা যাবে এবং কেউ প্রোগ্রামে সন্তুষ্ট না হলে, দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত নিতে পারবে। এছাড়াও ভ্যালু বেস একাডেমী ২৪ ঘণ্টা ডেটা ল্যাবে কাজ করার সুযোগ দিচ্ছে।

অ্যানালিটিক্স এবং বিআই ইঞ্জিনিয়ারিং প্রোগামটি মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠানে যারা মিড লেভেল বা উচ্চ পর্যায়ে কর্মরত আছেন তাদের জন্য। এছাড়াও অ্যাসেট ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিস্ট, কোয়ান্টেটিভেটিভ অ্যানালিস্ট এবং আর্থিক খাতে চাকরি করতে আগ্রহী সকল শিক্ষার্থীর জন্য এই প্রোগ্রামটি উপযুক্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডেটা কিভাবে সিদ্ধান্ত নিতে কার্যকরী ভূমিকা পালন করে তাই শেখানো হবে এই প্রোগ্রামে। ডেটার মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রিয়েল টাইম প্রজেক্টের মাধ্যমে তা দেখানো হবে। এই প্রোগ্রামটির মেয়াদ কমপক্ষে দুই মাস, যেখানে ১৬-২০ টি ক্লাস নেওয়া হবে। ইন্টারমিডিয়েট লেভেলে এই প্রোগ্রামে ভর্তি ফি ৩০ হাজার টাকা, বৃত্তির পরে যা হবে ২১ হাজার টাকা। 

ডেটা সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞান অর্জনে আগ্রহীদের জন্য মূলত ডেটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটির ডিজাইন করা হয়েছে। প্রোগ্রাম শেষে একজন শিক্ষার্থী ডেটা মডেল ডিজাইন, ডেটা ওয়্যারহাউজ তৈরি, ডেটা সংগ্রহ প্রক্রিয়া অটোমেশন করাসহ বিশাল বিশাল ডেটা সেটে কিভাবে কাজ করতে হয় তা শিখতে পারবেন। এই প্রোগ্রামের মেয়াদকাল ধরা হয়েছে কমপক্ষে ৩ মাস বা ২৫-৩০ ক্লাস। এই প্রোগামে এনরোল হওয়ার জন্য ফি ধরা হয়েছে ৫০ হাজার টাকা, বৃত্তির পরে যা হবে ৩৫ হাজার টাকা। 

অ্যাপ্লায়েড ডেটা সায়েন্স এন্ড এমএল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি উপরের দুটি প্রোগ্রামের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি যারা ডেটা ম্যানিপুলেশন, ভিজ্যুয়ালাইজেশন, ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য। ৫ মাস দীর্ঘ এই প্রোগ্রাম ৪০-৪৫টি ক্লাসে ভাগ করা হয়েছে। এই প্রোগ্রামে ভর্তি ফি ৮০ হাজার টাকা, বৃত্তির পরে যা হবে ৫৬ হাজার টাকা। 

প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করে আপনার ভর্তি নিশ্চিত করা হবে। আবেদনের ঠিকানা: https://www.academy4value.com/apply বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন https://www.academy4value.com/.

প্রোগ্রামের লিড ইনস্ট্রাকটর জুয়েল রানা প্রোগ্রামগুলো প্রসঙ্গে বলেন, আগামী দিনের ব্যবসা বাণিজ্যে মূল নিয়ামক হবে ডেটা। বর্তমানে যেসব প্রতিষ্ঠান ডেটা ড্রাইভেন সিদ্ধান্ত নিয়ে থাকে তারা ২০-২৫ শতাংশ বেশি লাভ করতে পারছে। এর কারণ তারা ডেটা বিশ্লেষণের মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত নিতে পারে ঠিক কোথায় কি করতে হবে। আগামী দিনে বেশিরভাগ প্রতিষ্ঠানে ডেটা বিশ্লেষণের মাধ্যমেই নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশেও কোনো কোনো প্রতিষ্ঠানে ডেটা কাজে লাগানো শুরু করেছে। সামনের দিনের ডেটা বিশ্লেষক, ডেটা সায়েন্টিস্টসহ এই বিভাগে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করার লক্ষ নিয়েই আমাদের প্রোগ্রামগুলো সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা গতানুগতিক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মতো কাজ করছি না। নিয়মিত তাত্ত্বিক ও ল্যাবের পাশাপাশি সম্পূর্ণ ডেটা ইন্ড্রাস্ট্রি নিয়ে ধারনা দেওয়া হয়। নিয়মিত ক্লাসে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে পরিস্কার ধারনা দেওয়া হয়। আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেনো প্রকৃত অর্থেই কেউ শিখতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করা ট্রেইনার আমাদের রয়েছেন যারা আন্তরিকতার সঙ্গে ডেটার বিভিন্ন টেকনিক্যাল টার্মগুলো সময় নিয়ে বুঝিয়ে দিয়ে থাকেন।

তিনি আরও জানান, প্রোগ্রামের লক্ষ্য ডাটা সাইন্স এর সাথে জড়িত পেশায় আছেন এমন ডাটা সাইন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, ডাটা সাইন্স ম্যানেজার, বিজনেস ইনসাইট ডেভেলপারদের, ডাটাবেজ এডমিন, ম্যানেজার এবং কোম্পানী ম্যানেজারদের মধ্যে ডাটা সাইন্স এর ব্যাবহারিক দক্ষতা গড়ে তোলা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি