ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রযুক্তির বিপ্লবে বাংলাদেশ একটি অনন্য নাম (ভিডিও)

আদিত্য মামুন

প্রকাশিত : ১১:৫৭, ২৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:০৯, ২৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সাম্প্রতিক বছরগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। এর নেপথ্যে আছেন প্রতিভাবান কিছু মানুষ। তাদেরই একজন মনজুরুল মোর্শেদ। ৫ বছরে যিনি প্রায় ৫শ’ কোটি টাকার মালিক। 

মনজুরুল মোর্শেদ, বাংলাদেশের আইসিটি খাতের বিস্ময়। তাঁর ফার্ম এমডিইনফোটেকে কর্মরত প্রায় ৬শ’ কর্মী! 

তথ্যপ্রযুক্তিতে তাঁর যাত্রা শুরু ঢাকাতে। অতঃপর রাজশাহী হাইটেক পার্কে ব্যবসা সম্প্রসারণ করেন। শুরু হয় নতুন যুগের।

বিভিন্ন অ্যাপস, সফট্ওয়ার নির্মাণ আর ই-কমার্স খাতেও নজর দেন তিনি। শুধু রাজশাহী কিংবা ঢাকা নয়, তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া। ২০২২ সালে ১৫ হাজার জনবল নিয়োগ করতে চান এই প্রযুক্তিবিদ।  

এমডিইনফোটেক সিইও মঞ্জরুল মোর্শেদ বলেন, “অ্যামাজন, ইবে’র মতো এই বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানের কাজগুলো আমরা করি। এর পাশাপাশি অ্যাডভান্সটেক বিষয়ে কাজ করছি। মোট অ্যাসেট আছে ৫শ’ কোটি টাকার। এখন আমাদের যে পরিমাণ কাজ আছে তা ২০২২ সালের মধ্যে শেষ করতে পারবো।”

বিদ্যমান বেকার সমস্যার অনেকটাই সমাধান করার প্রত্যয় জানান তিনি। 

মঞ্জরুল মোর্শেদ আরও বলেন, “ই-কমার্স প্লাটফর্মে এতো অপ্যারচুয়েনিটি যে এটা কাজে লাগাতে চাচ্ছি। আমি চাই, বাংলাদেশে আরও উদ্যোগতা সৃষ্টি হোক।”

দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি মেধাবীদের সমন্বিত করে সম্মিলতিভাবে অগ্রসর হতে চান তিনি। 

এমডিইনফোটেকের কর্মীরা জানান, যে অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারছি, এটা বিশ্ববাজারে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সাহায্য করে।

ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেনিং দেয়ার পরে তাদেরকে আমরা সরাসরি কাজে ইনভলব করে দিচ্ছি, জানান প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

উন্নত দেশে পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ারই একটি অংশ রাজশাহীর এই হাইটেক পার্ক। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ জনশক্তি এসে সম্পদে রুপান্তর হচ্ছে। একই সঙ্গে তথ্য-প্রযুক্তির যে অবাধ প্রবাহ সেটিকে ত্বরান্বিত করছে। প্রযুক্তির এই বিপ্লবে এখন বাংলাদেশ একটি অনন্য নাম।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি