ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নিরাপত্তা ঝুঁকিতে জনপ্রিয় ব্রান্ডের লাখ লাখ রাউটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:১৯, ৬ ডিসেম্বর ২০২১

জনপ্রিয় ব্রান্ডের কয়েক লাখ রাউটারে ২২৬ ধরনের নিরাপত্তা জনিত ত্রুটি চিহ্নিত হয়েছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এইওটি ইন্সপেক্টর এবং চিপ ম্যাগাজিনের নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ত্রুটি খুঁজে পেয়েছেন। 

বিশ্বের যেসব ব্রান্ডের রাউটারের মধ্যে নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হয়েছে- নেটগ্রিয়ার (Netgear), আসুস (Asus), সাইনোলোজি (Synology), ডি-লিংক (D-Link), এভিএম (AVM), টিপি-লিংক (TP-Link) এবং এডিম্যাক্স (Edimax)।

এ ধরনের ফলাফলে রাউটার ব্যবসায়ীরা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে। এছাড়া যারা বাসাবাড়িতে রাউটার ব্যবহার করছেন তারাও অনিরাপত্তায় ভুগতে পারেন। 

এ ধরনের ত্রুটি পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, যে সকল ব্যবসায়ীরা রাউটারের ব্যবসা করছেন তাদের ভুলের কারণে এ সমস্যা হয়েছে। সহজ পাসওয়ার্ড ব্যবহার করায় হ্যাকাররা এ সুযোগ নিয়েছে। 

দ্রুত সময়ে মধ্যে ব্রান্ডিং কোম্পানিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। যেসব মডেলের রাউটারে সমস্যা পাওয়া গেছে, সেসব রাউটারগুলোতে পুনরায় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে রাউটার ব্যবহারকারীদেরও সতর্ক করা হয়েছে। যতদ্রুত সম্ভব রাউটারের ফার্মওয়ার আপডেট করতে বলা হয়েছে। 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি