ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিক্রি হল পৃথিবীর প্রথম এসএমএস, দাম ৯১ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪১, ২৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এসএমএস মানে শর্ট মেসেজ সার্ভিস। স্মার্টফোন বা ইন্টারনেটের রমরমা সময়ের আগে কত গোপন কথা, ব্যক্তিগত আলাপচারিতা, শলাপরামর্শ, রাগ-অভিমান ফোনে ফোনে ঘুরে বেড়াত ছোট ছোট বার্তা হয়ে। 

আজ সোশ্যাল মিডিয়ার দাপটে খানিক ফিকে হয়ে গিয়েছে তার অবস্থান। তবুও এসএমএসের সেই রমরমার স্মৃতিকেই বা ভুলতে পেরেছে। 

১৯৯২ সালের ৩ ডিসেম্বর পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম এসএমএস। এবার সেই মেসেজই নিলাম করল ভোডাফোন, যা বিক্রি হল চড়া দামে।

৯১ লাখ টাকায় সেটি কিনেছেন এক ব্যক্তি। ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। প্যারিসে ওই মেসেজ বিক্রি করা হল এনএফটি হিসেবে। 

এনএফটি হচ্ছে‘নন-ফানজিবল টোকেন’। ব্লকচেন নামের এক ডিজিটাল লেজারে সংরক্ষিত ডেটার ইউনিটকে এই নামে ডাকা হয়। এবার সেই আকারেই বিক্রি হল বিশ্বের প্রথম মেসেজ।

প্রোগ্রামার নিল পাপওয়ার্থ তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে আজ থেকে ২৯ বছর আগে অগ্রিম ক্রিসমাসের শুভেচ্ছা পাঠিয়েছিলেন। ‘মেরি ক্রিসমাস’ লেখা সেই বার্তাই প্রথম এসএমএস বার্তা। 

সেই টেক্সট মেসেজকেই দেওয়া হয়েছে এনএফটির রূপ, যা ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি পেয়েছেন একটি সনদ এবং একটি ডিজিটাল ছবি, যেখানে ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ইনকামিং মেসেজের প্রতিরূপ রয়েছে।

এর আগে প্রথম উইকিপিডিয়াও এভাবে এনএফটির আকারে নিলামে তোলা হয়েছিল। তা বিক্রি হযেছিল আকাশছোঁয়া ৭ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে। এছাড়াও ডিজিটাল আর্ট, মিউজিক কম্পোজিশন কিংবা সংগ্রহযোগ্য কার্ডকেও এনএফটি আকারে বিক্রি হতে দেখা যাচ্ছে ইদানিং। সেলেব্রিটিরা আগ্রহ দেখাচ্ছেন তা কিনতে। সেই তালিকায় মেসি, রোনাল্ডোর মতো তারকারাও রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি