ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ৬ জানুয়ারি ২০২২

রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিন দিনের এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহম্মদ খান জানান, দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে মেলায়। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এখানে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও অ্যাক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। থাকছে ফাইভজি এক্সপেরিয়েন্স জোন। এবারের মেলার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে। পৃষ্ঠপোষকতা দিচ্ছে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। লজিস্টিক পার্টনার ই-কুরিয়র। মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য মাত্রার হলেই কেবল মেলায় প্রবেশের অনুমতি মিলবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি