ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৮শ’ বিলিয়ন ডলার: পলক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫৬, ৩০ জানুয়ারি ২০২২

কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮শ’ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। আর বাংলাদেশ আইসিটি সেক্টর থেকে একশ’টি দেশে ১.৪ বিলিয়ন ডলার রপ্তানী করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার সকালে আগারগাঁও-এ আইসিটি টাওয়ারে নবনির্বাচিত বিসিস সদস্যদের সঙ্গে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে ঐক্যবদ্ধ চেষ্টার ফলে তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়ন করা সম্ভব হয়েছে। আগামিতে ৫ মিলিয়ন ডলার রপ্তানীর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে জানান প্রতিমন্ত্রী। 

কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮শ’ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন ভবিষ্যতে আরও আসবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি