ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে হোমপেজে বিশেষ এই ডুডলটি দেখা যাচ্ছে। গুগলের এবারের ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে।

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার লোগো তৈরি করে গুগল। যাকে বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে তারা।

কোনো কিছু খোঁজার জন্য সার্চ ইঞ্জিনটিতে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন ডুডলটি। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২’ আসবে। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি