ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অচেনা ভিডিও কল থেকে ব্ল্যাকমেল! বাঁচতে কী করবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ১৩ এপ্রিল ২০২২

সময়ের সাথে তাল মিলিয়ে যেনো বেড়েই চলেছে অভিনব কায়দায় জালিয়াতি বা ব্ল্যাকমেল। ভিডিও কলকেই আজকাল করা হচ্ছে বেশি টার্গেট। তাই এ থেকে বাঁচতে কী করবেন?

ভিডিও কল করে যারা জালিয়াতি বা ব্ল্যাকমেলের চেষ্টা করছে তাদের হাত থেকে বাঁচতে অনুসরণ করতে হবে একটি পন্থা।

আর তা হলো ‘ব্ল্যাক আউট’। এর মানে সাময়িকভাবে বন্ধ করে দিন ঘরের আলো। আর এই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

পৃথিবীর বিভিন্ন জায়গার এই ধরণের জালিয়াতির পন্থা থেকে জানা যায় , এই গ্যাংগুলির সঙ্গে নারীরাও সরাসরি যুক্ত। 

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, সাধারণভাবে অচেনা কেউ যদি ভিডিও কল করে, তবে তা না ধরাই ভাল।

যদি কেউ ভিডিও কল ধরে ফেলেন, তখন তিনি ঘরের ভিতর থাকলে সঙ্গে সঙ্গেই যেন আলো বন্ধ করে দেন। তাতে ভিডিও কল যে করেছে, তাকে দেখা যাবে। কিন্তু যাকে ফোন করা হয়েছে, তার চেহারা দেখতে পাবেন না। ফলে তাকে ব্ল্যাকমেলের চেষ্টা করেও কোনও লাভ হবে না জালিয়াতদের।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি