ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপে অটো-রিপ্লাই চালুর উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৪ এপ্রিল ২০২২

Whatsapp ব্যবহার করলেও অনেকেই হয়তো জানেন না এতে রয়েছে অটো রিপ্লাই ফিচার। অত্যন্ত দরকারি এই ফিচারটি বেশ কয়েক বছর আগেই Whatsapp-এ চালু করা হয়েছে। কিন্তু কীভাবে চালু করতে হবে এই ফিচারটি তা অনেকেরই অজানা। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য

Whatsapp অটো রিপ্লাই ফিচার কী?

এই ফিচারের মাধ্যমে নিজে থেকেই যে কোনও মেসেজের রিপ্লাই দেবে Whatsapp। এর জন্য সবসময় কোনও ব্যবহারকারীকে অনলাইন থাকতে হবে না। যখন কোনও Whatsapp ব্যবহারকারী অনলাইন থাকেন না সেসময় অটো রিপ্লাই মোড কাজ শুরু করে।

কারা এই সুবিধা পাবেন?

যারা মূলত Whatsapp Business ব্যবহার করেন তারা এই সুবিধা পাবেন। সাধারণ Whatsapp এর জন্য এই সুবিধা দেওয়া হয় না।

Whatsapp কি নিজে থেকে মেসেজ লেখে?

না Whatsapp নিজে থেকে কোনও মেসেজ লেখে না। প্রথমে একটি টেক্সট সেট করে রাখতে হয়। এবং সেই টেক্সটি Whatsapp পাঠায়।

কীভাবে এই ফিচার চালু করবেন?

প্রথমে Whatsapp চালু করুন। তারপর হোম স্ক্রিনের একদম ডানদিকের কোণে থ্রি ডট মেনুতে ক্লিক করলে সেটিংস অপশন খুলে যাবে। ওই অপশন খোলার পর Business Settings অপশনে ট্যাপ করুন।
তারপর সেখান থেকে Send Message অপশন মেসেজে ট্যাপ করুন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটি বক্স খুলে যাবে। সেখানে কী রিপ্লাই দিতে চাইছেন তা লিখে দিতে হবে। এরপর ওই মেসেজ সিডিউল করতে হবে।

সেখানে মোট তিনটি অপশন থাকে-

Always Send- যদি আপনি দীর্ঘক্ষণ অনলাইন না থাকেন তাহলে এই অপশনটি সিলেক্ট করুন।
Custom Schedule- কোনও নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাতে হলে এই অপশনটি সিলেক্ট করুন।
Outside Business Hour- বিজনেস আওয়ারের পরে রিপ্লাই দিতে চাইলে এই অপশনটি সিলেক্ট করুন।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি