ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এলন মাস্কের হাত ধরে টুইটারে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১১ মে ২০২২

Ekushey Television Ltd.

গত বছর ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল টুইটার। কিন্তু মালিকানা পরিবর্তন হতেই বদলে যাওয়ার পথে সেই ছবিটা। টুইটারের নতুন মালিক এলন মাস্কের হাত ধরেই হয়তো এই মাইক্রো ব্লগিং সাইটে আবারও ফিরতে চলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট!

চার হাজার চারশ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার মুখেই শোনা গেল ট্রাম্পের কথা। 

তিনি বলেন, “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর টুইটারের চাপানো নিষেধাজ্ঞা অনৈতিক এবং নির্বুদ্ধিতারই উদাহরণ।”

মাস্কের এমন ঘোষণা ব্যক্তির বাক স্বাধীনতার অধিকার নিয়ে নতুন করে আলোড়ন তৈরি করেছে। মাস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডর্সি’ও। গত বছর তার আমলেই ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল টুইটার।

ট্রাম্পকে টুইটারে ফেরানোর সিদ্ধান্তে মাস্কের পাশে দাঁড়ানো প্রসঙ্গে সাবেক সিইও ডর্সি বলেন, “ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করা ছিল সম্পূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। যা উচিত হয়নি। টুইটারের উচিত, প্রয়োজনে প্রত্যেকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।” 

এমনকী তিনি এও মেনে নিয়েছেন যে, কারও উপর চিরদিনের জন্য নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। কেউ বেআইনি আচরণ করলে, একমাত্র তখনই তাকে নিষিদ্ধ করা উচিত।

উল্লেখ্য, ট্রাম্পের একাধিক পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় টুইটার তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল। এই মাইক্রো ব্লগিং সাইটের পাশাপাশি একাধিক সোশ্যাল মিডিয়াও একই সিদ্ধান্ত নিয়েছিল তখন।

এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আর টুইটারে ফিরবেন না। যে কারণে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তৈরি করে ফেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। যার নাম দেওয়া হয় ‘ট্রুথ’। 

তবে মাস্কের আমলে ট্রাম্পকে ফেরানো হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মাস্ক আগেই জানিয়েছিলেন, তিনি বাক স্বাধীনতার উপর জোর দেবেন। এই সিদ্ধান্ত তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি