ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টিকটকে লাইভ দেখতে লাগবে টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৫ মে ২০২২

এ সময়ে ব্যাপক জনপ্রিয় শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম টিকটক। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম এ ‘লাইভ সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করছে, যার মাধ্যমে ভিডিও নির্মাতারা আয়ের সুযোগ পাবেন। যা ২৬ মে থেকে প্রাথমিকভাবে নতুন এই ফিচার চালু হবে।

এক ব্লগ বার্তায় টিকটক এই তথ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় ভিডিও নির্মাতারা লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন টিকটক থেকে নির্বাচিত ১৮ বছরের বেশি বয়স্ক নির্মাতারা। 
তবে দ্রুতই অন্য ভিডিও নির্মাতারা এই সুবিধা পাবেন।

ইতোমধ্যে তিন থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত সময়সীমার মধ্যে বিভিন্ন ধরনের ছোট ভিডিও তৈরি করার সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি