ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হাজারও ব্যবহারকারীর টু্ইটার খুলতে সমস্যা! কী বলছে টুইটার?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৫৪, ১০ আগস্ট ২০২২

অতি সম্প্রতি বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ সংস্থা টুইটার ব্যবহারকারীদের প্রায় ৩৩,১৮৪টি অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা দেখা দিয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে প্রায় অনেকক্ষণ এই সমস্যার সম্মুখীন হয়েছেন বিশ্বজুড়ে ৩৩,১৮৪ জন ব্যবহারকারী, বলছে একটি নজরদারি সংস্থা।

এই ধরনের সমস্যার উপর নজরদারি চালানো সংস্থা ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুয়ায়ী প্রায় ৩৩ হাজার ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন। 

জানা যায়, ৩৩,১৮৪ জন ব্যবহারকারী ওই নজরদারি সংস্থার ওয়েবসাইটে জানান তাদের টুইটার অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে। এর উত্তরে টুইটারের পক্ষ থেকে প্রথম দিকে জানানো হয়, “কোনও সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক চলছে।”

কিছুপরে আবারও টুইট করে সংস্থাটি বলেছে, “কিছু ব্যবহারকারীর সমস্যা হচ্ছে। আমরা সমস্যার সমাধানে কাজ করছি।”

নজরদারি চালানো অন্য একটি সংস্থা জানায়, বিশ্ব জুড়ে কিছু টুইটার ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তবে তা দেশ ভিত্তিক ইন্টারনেটজনিত সমস্যা বা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত নয়।

প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে এই ধরনের সমস্যার মুখোমুখী হয়েছিলেন টুইটার ব্যবহারকারীরা। তারা প্রায় ঘণ্টা খানেকের জন্য টুইটার ব্যবহার করতে পারেননি। সেসময় একটি নজরদারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ৫৪,৬০০ ব্যবহারকারী টুইটার ব্যবহারের ক্ষেত্রে সমস্যা মুখে পড়েছিলেন।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি