ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্মার্টওয়াচ বিক্রিতে চীনকে পেছনে ফেললো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:৩৭, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

প্রযুক্তি সর্বদা পরিবর্তনশীল। কে কখন এগিয়ে যাবে বলা মুশকিল। ঠিক তেমনি স্মার্টওয়াচের বাজারে ভারতের বাজিমাত, পিছনে ফেলল চিনকেও। 

সম্প্রতি ‘কাউন্টারপয়েন্ট রিসার্চে’র এক রিপোর্টের দাবি, গত বছরের তুলনায় অর্থাৎ ‘ইয়ার-অন-ইয়ার’ হিসেবে একধাক্কায় ৩৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের স্মার্টওয়াচের বাজার! এই মুহূর্তে সারা বিশ্বের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে।

মুদ্রাস্ফীতি কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক অস্থিরতার পরিস্থিতিতেও দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব চমকে দিচ্ছে। দেখা যাচ্ছে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বের স্মার্টওয়াচ বিক্রি। এই বৃদ্ধির অন্যতম কারণ ভারতীয় পণ্যের দুর্দান্ত চাহিদা। ভারতীয় দুই ব্র্যান্ড ‘ফায়ার-বোল্ট’ ও ‘নয়েজ’ এই মুহূর্তে স্মার্টওয়াচের ব্র্যান্ড হিসেবে শীর্ষে।

এদিকে মুখ থুবড়ে পড়েছে চিনের বাজার। হুয়েই, ইমো অথবা আমাজফিটের মতো ব্র্যান্ডের বিক্রি অনেকটাই কমেছে। একই সঙ্গে লাফিয়ে বেড়েছে ভারতীয় ব্র্যান্ডগুলোর বিক্রি। 

গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের সঙ্গে তুলনায় ‘নয়েজে’র বিক্রি বেড়েছে ২৯৮ শতাংশ। তবে ভারতীয় বাজারে ‘ফায়ার-বোল্ট’ এই মুহূর্তে শীর্ষে। যার কারণে ‘নয়েজে’র বিক্রি দেশীয় বাজারে কমেছে ২৬ শতাংশ।

এরপর অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কোন অঙ্কে বাজিমাত করছে ভারতীয় ব্র্যান্ডের স্মার্টওয়াচ? এর পিছনে অন্যতম কারণ হল, ভারতীয় বাজারে স্মার্টওয়াচের কম দাম। পরিসংখ্যান বলছে, ভারতীয় বাজারে রপ্তানি করা ৩০ শতাংশ মডেল ৪ হাজার রুপির কম দামে বিক্রি হয়েছে।

গত ত্রৈমাসিকেও বিশ্ব বাজারে দ্বিতীয় স্থানে ছিল চীন। কিন্তু আর্থিক মন্দার ফলে তারা এখন তিন নম্বরে। তাদের ‘হুয়েই’ ব্র্যান্ড হিসেবে সেদেশের বাজারে শীর্ষে রয়েছে। রপ্তানিও বেড়ে ১৩ শতাংশ। কিন্তু সার্বিক ছবিটা আশাপ্রদ নয়। 

মনে করা হচ্ছে, ভারতীয় বাজারে এই পণ্যগুলো বিক্রি করতে না পারলে চিনের স্মার্টওয়াচের বাজারে উন্নতি হবে না। কিন্তু ভারতীয় বাজারের যা পরিস্থিতি তাতে এখনই দেশীয় পণ্যকে টেক্কা দেওয়াটা বড় চ্যালেঞ্জ চিনের। অন্যদিকে ইউরোপের বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ায় তারা নেমে গেছে চতুর্থ স্থানে।

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি