ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গুগল-ফেসবুককে ৭১ মিলিয়ন ডলার জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২২

ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করার অভিযোগে ফেসবুক (মেটা) ও গুগলকে ৭১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। 

বুধবার দেশটির পর্যবেক্ষকরা এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন (ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন) জানিয়েছে, তদন্তে জানা গেছে দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি গ্রাহকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং তারা কোন ধরনের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করছে তাও পর্যবেক্ষণ করছে। 

আর সেই তথ্য গুগল ও ফেসবুকে মাদার কোম্পানি মেটা ‘কাস্টমাইজড অনলাইন’ বিজ্ঞপনের জন্য ব্যবহার করছে এবং এ বিষয়ে কোম্পানি দুইটি দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের কোনো পরিষ্কার বার্তাও দেয়নি। মানে তাদের এই কাজ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার গ্রাহকরা অবহিত নয়।

এর ফলস্বরূপ গুগলকে ৪৯.৭ মিলিয়ন ডলার ও ফেসবুককে ২২.১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

যদিও এ বিষয়ে গুগল ও মেটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি এবং আত্মপক্ষ সমর্থন করেও কোনও বক্তব্য দেয়নি।

সূত্র: এএফপি ও এনডিটিভি
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি