ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৫ অক্টোবর ২০২২

অল্প কিছু সময় ডাউন থাকার পর বিশ্বজুড়ে স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপের পরিষেবা। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ ঘণ্টা ডাউন ছিল হোয়াটসঅ্যাপ। দেশটির ব্যবহারকারীরা জানিয়েছে, এখন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। 

মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১১টার দিকে হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে যায়। প্রায় একই সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই প্লাটফর্মটি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করে।

বিড়ম্বনার কথা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন। গ্রাহকরা জানায়, মেটার মালিকানাধীন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতেও ডাউন হয়ে যায় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এছাড়া পাকিস্তান, ফিলিপাইনসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করে টেক্সট ও ভিডিও বার্তা আদান-প্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছে।

পরে মেটার একজন মুখপাত্র জানান, কিছু ব্যবহারকারী বার্তা আদান-প্রদান করতে পারছে না বলে জানতে পেরেছি। আমরা যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। 

সূত্র: খালিজ টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি