ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টাকা দিলে টুইটারে মিলবে ‘ব্লু টিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২ নভেম্বর ২০২২

টুইটারে টাকা দিলেই মিলবে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন। অর্থাৎ যেসব টুইটার অ্যাকাউন্টধারী তাদের নামের পাশে ব্লু টিক চিহ্ন চান তাদের প্রতিমাসে ৮ ডলার করে দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ টাকা।

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন মালিক ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। 

বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সপ্তাহখানেক আগে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটারের মালিকানা কিনে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই মাধ্যমটিতে পরিবর্তন আনার ইঙ্গিত দেন মাস্ক। 

মূলত সমাজের পরিচিত ও বিশেষ ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক চিহ্নটি থাকে। যার অ্যাকাউন্টের পাশে এ নীল চিহ্নটি থাকে সেটিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। বর্তমানে বিনামূল্যেই টুইটার বিশেষ ব্যক্তিদের নামের পাশে ব্লু টিক চিহ্ন রাখার সুবিধাটি দিচ্ছে। কিন্তু এখন থেকে আর এটি আর থাকছে না। 

এদিকে টুইটার কেনার পর কর্মীদের জন্য কড়া নিয়ম জারি করেছেন সংস্থার সিইও ইলন মাস্ক। নতুন নিয়মে প্রতিষ্ঠানটিতে সপ্তাহের সাত দিনই কাজ করতে হবে। তাও দিনে অন্তত ১২ ঘণ্টা করে। 

সংস্থার ম্যানেজারেরা কর্মীদের স্পষ্টই জানিয়েছেন, নতুন কর্তার বেঁধে দেয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দিতেই হবে। এমনটাই দাবি করেছে একটি সংবাদ সংস্থা। ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কয়েকজন কর্মীকে টুইটারের তরফে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।’

অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের ‘অতিরিক্ত পারিশ্রমিকের’ আশ্বাস দেওয়া হয়নি। এমনকি, ‘চাকরির নিরাপত্তা’ও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ। 

সূত্রের খবর, নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারদের নির্দিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। না পারলে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থা। দরকারে ৫০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন বলেও জানিয়েছেন মাস্ক।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি