ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টুইটারে কর্মী ছাঁটাইয়ের কারণ জানালেন মাস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টুইটার প্রতিদিন অন্তত ৪০ লাখ ডলারের ক্ষতির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এ জন্যই কর্মী ছাঁটাই না করে কোনো উপায় ছিল না বলে জানা তিনি।

টুইটারের অভ্যন্তরীণ এক নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সে ক্ষেত্রে প্রায় সাড়ে ৭ হাজার কর্মীর মধ্যে সাড়ে ৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এমনকি টুইটারের চাকরিচ্যুত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে আক্ষেপও প্রকাশ করেছেন। চাকরিচ্যুত হওয়াদের মধ্যে একজন হলেন টুইটারের পাবলিক পলিসি বিভাগের যুক্তরাষ্ট্র ও কানাডা অনুবিভাগের পরিচালক মিশেল অস্টিন। তিনি বলেছেন, “ঘুম থেকে জেগেই দেখি টুইটারের সঙ্গে আমার কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। আমিও বাদ পড়াদের তালিকায় পড়েছি।”

এর আগে শুক্রবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে বলতে গেলে বলতে হয়, দুর্ভাগ্যজনকভাবে আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কোম্পানি প্রতিদিন প্রায় ৪০ লাখ ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে।’ এ বিষয়ে এটিই টুইটারের প্রধান নির্বাহীর প্রথম মন্তব্য।

এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

মাস্ক লিখেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গোষ্ঠীগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি