ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যানজট এড়াতে আকাশপথে যাতায়াত! দু’বছরের মধ্যেই উড়বে ড্রোন ট্যাক্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থা তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান সেরে ফেলল। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।

তাড়াহুড়োর মধ্যে যানজটে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভাল হত! এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থাও সেরে ফেলল তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান। যা দেখতে অনেকটা ড্রোনের মতো।

বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। যে সময়ে ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ১৮ মাসে এই উড়ন্ত ট্যাক্সির জন্য শংসাপত্র জোগাড়ের কাজ করবে সংস্থা। এ ছাড়াও পরিকাঠামোগত দিক থেকে ওই যানে কিছু বদলও আনা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার সিইও ডার্ক হোক।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই উড়ন্ত ট্যাক্সিতে আপাতত দু’জন যাত্রী বসতে পারবেন। বিমান ও হেলিকপ্টারের সঙ্গে এই যানটির মূল পার্থক্য হল, ওঠানামা করতে খুবই অল্প জায়গার দরকার হয় এই ট্যাক্সির। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অনেক বেশি সহজ হবে।

প্রসঙ্গত, গত মাসেই চিনের গুয়াংঝাউয়ের একটি সংস্থাও দুবাইয়ের আকাশে তাদের উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ভাবে উড়িয়েছে। ২০২১ সাল থেকেই এই ‘ইভিটিওএল’ যানটি নিয়ে গবেষণা চালাচ্ছিল সংস্থাটি।

এসবি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি