ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

চীন ছাড়ছে স্মার্টফোন নির্মাতা অ্যাপল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

চীনে থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বেশকিছু বিদেশি প্রতিষ্ঠান। তাদের চোখ এখন ভিয়েতনাম ও ভারতে দিকে। এরইমধ্যে চীনে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন ঘোষণা দিয়েছে তারা ভিয়েতনামে নতুন কারখানা তৈরি করতে যাচ্ছে।

করোনা মহামারির পর চীন থেকে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কারখানা সরিয়ে  নিচ্ছে। এবার বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও চীন ছাড়তে যাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত বছরের শেষদিকে অ্যাপল তাদের সরবরাহকারীদেরকে উৎপাদন ব্যবস্থা চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে নিয়ে যেতে বলেছে। কারণ হিসেবে সরবরাহ ব্যবস্থার স্থবিরতা, ফক্সকনের কারখানায় দাঙ্গা এবং চীনের কঠোর কোভিড নীতিমালার কথা উল্লেখ করেছে। 

অ্যাপল জানায়, তারা গত অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ২০১৯ সালের পর গত বছরই অ্যাপল প্রথমবারের মতো আগের বছরের তুলনায় কম আয় করেছে।

এরআগে, জিলিন প্রদেশের চাংচুন শহরে কারখানা বন্ধ ঘোষণা করে টয়োটা। জার্মান ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিও চীনে তাদের ব্যবসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। 

এদিকে, ভিয়েতনামের ইউরোপিয়ান চেম্বার অব কমার্স জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে চীনে থাকা ৪১ শতাংশ ইউরোপীয় প্রতিষ্ঠান তাদের কিছু কার্যক্রম চীন থেকে ভিয়েতনামে স্থানান্তর করেছে। এছাড়া, প্রতিষ্ঠানগুলো কাঁচামালের উৎস দেশ হিসেবেও চীনের বিকল্প খুঁজছে।

বিশ্লেষকরা বলছেন, অনেক প্রতিষ্ঠান চীন ছাড়লেও বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে চীনের প্রভাব কমার আশঙ্কা নেই। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি