মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখাবে বিডিকলিং
প্রকাশিত : ২০:৩৯, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ২০:৪০, ১৬ জুলাই ২০২৩
দেশে প্রতিনিয়তই বাড়ছে বেকারত্বের বোঝা। পড়াশোনা শেষ করে ন্যূনতম বেতনেও চাকরির সুযোগ না পেয়ে হতাশা আছেন অনেক তরুণ-তরুণী। অথচ প্রযুক্তিগত দক্ষতা আর কঠোর অধ্যবসায়ে যে কেউ আইটিখাতে সফল ক্যারিয়ার গড়তে পারেন, এমনকি অন্যদের জন্যও তৈরি করতে পারেন কর্মসংস্থানের সুযোগ।
তথ্য-প্রযুক্তির এই বিশ্বায়নের কথা চিন্তা করে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা তৈরিতে এগিয়ে এসেছে বিডিকলিং আইটি লিমিটেড। ‘স্কিলড ডেভলপমেন্ট প্রজেক্টের’ আওতায় নামমাত্র মূল্যে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডের স্কিলড ডেভলপমেন্ট প্রজেক্টের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মোহাম্মদ মনির হোসেন বলেন, দেশে বেকারত্বের বোঝা ক্রমেই ভারী হয়ে উঠছে। দেশে তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে হতাশা বাড়ছে। আমরা মনে করি এই তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ দিতে পারলে আইটি সেক্টরে তাদের জন্য বড় সম্ভাবনা আছে। চাকরিতে নির্দিষ্ট একটা গণ্ডি থাকলেও আইটি সেক্টরে কাজের কোন গণ্ডি নেই। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের কাজ করা যাচ্ছে। বিনিময়ে আয়ের সুযোগ থাকছে লাখ টাকা আয়ের সুযোগ।
মনির হোসেন আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত সম্ভাবনা এবং চাহিদার কথা চিন্তা করে আমরা স্কিল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছি। নামমাত্র মূল্যে যেকেউ চাইলেই বিডিকলিংয়ে প্রশিক্ষণ নিতে পারে। যারা প্রশিক্ষণে ভালো করবে, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানেই কাজের সুযোগ থাকবে।
এবিষয়ে বিডিকলিংয়ের স্কিলড ডেভলপমেন্ট প্রজেক্টের পরিচালক আমিরুল হক বলেন, তরুণ সমাজের কথা চিন্তা করে বিডিকলিং আইটি লিমিটেড এর আগেও বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে, যেগুলো ছিলো সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ করাতে গিয়ে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তাই এবার আমরা নামমাত্র একটা মূল্য নির্ধারণ করে পূর্বের তুলনায় আরও মানসম্মত এবং দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নতুন করে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও জানান, পরবর্তীতে লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইউএক্স/ইউআই ডিজাইন, সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়াও আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।
২০১৩ সালে ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটারে ব্যক্তিগত ফ্রিল্যান্সিং শুরু হয় মোহাম্মদ মনির হোসেনের। পরবর্তীতে ২০১৪ সালেই প্রাতিষ্ঠানিক কার্যক্রমের উপলব্ধি করেন এবং বিডিকলিং আইটি লিমিটেড নামক আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিন শতাধিক কর্মী কাজ করছেন। ভবিষ্যতে শুধুমাত্র আইটি সেক্টরেই ৫ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
আরও পড়ুন