ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মালিকানা ছাড়তে হবে নাহলে টিকটক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৪ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে চীনা মালিকাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। 

বিলে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেয়ার জন্য ছয় মাস সময় দেয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে টিকটক। 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাইটড্যান্স কোম্পানি চীনের কাছে মার্কিন ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি। 

প্রতিক্রিয়ায় টিকটকের সিইও জানান, টিকটক নিষিদ্ধ হলে চাকরি হারাবে অন্তত ৩ লাখ মার্কিনী। আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি।   

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি