সুপার কম্পিউটার আসছে ভারতের হাতে
প্রকাশিত : ২০:১১, ২৩ অক্টোবর ২০১৭
আগামী বছরের মধ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুপার কম্পিউটার তৈরীর কথা জানিয়েছেন ভারতের গবেষকরা । আর এর জন্য তাদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় হবে। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং’। সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের সচিব আশুতোষ শর্মা।
জানা গেছে, গত বছর মার্চ মাসে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশনের প্রস্তাবিত এ প্রকল্পকে অনুমোদন দেয় কেন্দ্র। এর আওতায় আগামী সাত বছরে ৮০টি সুপার-কম্পিউটার তৈরি করা হবে। যদিও তৈরি হওয়া সবকটি ভারতের জন্যে নয়। বেশ কয়েকটি বিদেশেও রফতানি হবে। মনে করা হচ্ছে, আগামী বছরের আগস্ট মাসে এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রথম সুপার-কম্পিউটার নির্মাণ সম্পূর্ণ হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমানে এই সুপার-কম্পিউটার থেকে উৎপন্ন তাপকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। মন্ত্রী দাবী করেন এই সুপার-কম্পিউটার চালু রাখতে বিদ্যুৎ খরচ হবে অন্তত এক হাজার কোটি টাকার সমান । এই সুপার-কম্পিউটারগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে রাখা হবে বলে জানা যায়। জলবায়ু নিরিক্ষণ থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস এবং ওষুধ গবেষণার কাজে এই সুপার-কম্পিউটার ব্যবহার করা হবে।
সূত্র:কলকাতা টুয়েন্টি ফোর
এম
আরও পড়ুন