ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

১০ শতাংশ নগদ সহায়তা পেতে যাচ্ছে ফ্রিল্যান্সাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

তথ্য-প্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের তরুণ-তরুণীরা ঝুকছে এ পেশায়। সহজে ঘরে বসে আয় করা যায় বলে অনেকেই এ পেশায় ক্যারিয়ার গড়তে চান।এদিকে বাংলাদেশ সরকার এ খাতকে আরোও বেশি গতিশীল করার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছেন। এর অংশ হিসেবে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক আউটসোর্সকে ক্যাশ ইনসেনটিভ দেয়ার তালিকায় রাখা হয়েছে। তারা সরকারের ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি পাচ্ছেন।

১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে । কিন্তু এতে  ব্যক্তি পর্যায়ে আউটসোর্সিং করা ফ্রিল্যান্সাররা তা পাবেন কিনা তা স্পষ্ট করা হয়নি।

এ সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, শুধু প্রতিষ্ঠান ছাড়াও  যারা ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সিং করেন তারাও যাতে নগদ সহায়তা পেতে পারেন এ চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য যে, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান  দ্বিতীয়।

এমএইচ/ এআর

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি