ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বুকিং সুবিধা আসছে ইনস্টাগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ৫ মে ২০১৮

বুকিংয়ের অর্থ লেনদেন করতে অ্যাপ পেমেন্ট  ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফটো শেয়ারিং এই অ্যাপটি।

এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বুকিং দেওয়া যাবে। এই সুবিধা পেতে ব্যবহারকারীদেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের পিন যুক্ত করতে হবে। ইতোমধ্যে থার্ড পার্টি অ্যাপ ‘রেসি’ এর মাধ্যমে রেস্টুরেন্ট, সেলুন, সিনেমা বা বিশেষ কোনো অনুষ্ঠানের টিকেট বুকিং দেওয়া যাচ্ছে।

এই অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু সংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছে। তবে কবে নাগাদ  এই ফিচারটি সবার জন্য উন্মোচন করা হবে তা  এখনো জানা যায়নি। দ্য নেক্সট ওয়েব

 

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি