ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সামাজিক মাধ্যমে আসক্তি ঠেকাবে ফেসবুকের নতুন টুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২ আগস্ট ২০১৮

ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহারকারীরা কতটুকু সময় অনলাইনে ব্যয় করছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন একটি ড্যাশবোর্ডের মাধ্যমে এ সুবিধাটি পাওয়া যাবে।

ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি ঠেকাতে সম্প্রতি নিজেদের অ্যাপে নতুন একটি টুল নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুক।

জানা গেছে, ব্যবহারকারীরা এই টুলের মাধ্যমে নতুন একটি অ্যাকটিভিটি ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। একটি রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন এবং নোটিফিকেশন কমিয়ে রাখতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা নিজেরাই অনলাইনে কতটুকু সময় ব্যয় করতে পারবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।

নতুন এই টুলটি পৃথিবীর শীর্ষস্থানীয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ  ও সংস্থাগুলোর অনুপ্রেরণা ও সহায়তায় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন এই টুলটি অ্যাপ থেকে অ্যাকসেস করার জন্য প্রথমে সেটিংস পেজে যেতে হবে। তারপর সেখান থেকে ‘ইউর অ্যাকটিভিটি’ অপশনে গিয়ে ‘ইউর টাইম অন ফেসবুক’ নামক একটি ড্যাশবোর্ডে গিয়ে কতটুকু সময় অ্যাপগুলোতে ব্যবহার করেছেন সেটা দেখতে পারবেন।

সূত্র: স্কাই নিউজ

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি