ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঈদ উপলক্ষে স্মার্টফোনের দাম কমালো শাওমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৪ আগস্ট ২০১৮

ঈদকে সামনে রেখে বিভিন্ন মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে শাওমি। গ্রাহকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য জনপ্রিয় কিছু মডেলের হ্যান্ডসেটে দাম কমিয়েছে শাওমি বাংলাদেশ। দাম কমানো স্মার্টফোনগুলো হলো রেডমি নোট-৫, রেডমি-৫ প্লাস এবং রেডমি-৫।

দুইটি করে ভার্সনে থাকা এই তিনটি মডেলের মোট ছয় ধরণের মুঠোফোনেরই দাম কমানো হয়েছে। এর মধ্যে রেডমি নোট-৫ এর দুটি ভার্সনেরই দাম কমেছে প্রায় ৩ হাজার টাকা। রেডমি-৫ প্লাসের দাম কমেছে প্রায় দুই হাজার ৫০০ টাকা এবং রেডমি ফাইভের দাম কমেছে প্রায় এক হাজার ৫০০ টাকা।

গত মাসে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরই দেশের গ্রাহকদের জন্য শাওমি’র ডিভাসের দাম কমানো হবে বলে ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জেইন আগেই জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে শাওমির দাম কমানো হবে।

প্রতিষ্ঠানটির এমন ঘোষণার এক মাস সময়েরি মাঝেই বাংলাদেশের বাজারে নিজেদের ডিভাইসের দাম কমানোর ঘোষণা দিলো শাওমি বাংলাদেশ।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি