ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টয়লেট থেকেও তিনগুণ বেশি জীবাণু স্মার্টফোনে: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২০ আগস্ট ২০১৮

একদল গবেষকরা গবেষণা করে জানিয়েছে, স্মার্টফোন এবং জীবাণু দুটোই অস্বাস্থ্যকর৷ তার আগে বলা যাক, অস্বাস্থ্যকর জায়গা বললে প্রথমেই আমরা জানি ওয়াশ রুম বা টয়লেটের কথা৷ কিন্তু এই গবেষকরা জানাচ্ছেন, টয়লেটের থেকেও তিনগুণ বেশি জীবাণু রয়েছে আপনার স্মার্টফোনের স্ক্রিনটিতে৷ সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেন ইংল্যান্ডের (গ্যাজেট ইনসিয়রেন্স প্রভাইডার)৷

গবেষণার তথ্য অনুযায়ী, ৩৫ শতাংশের বেশি মানুষ পরিষ্কার করেন না ব্যবহৃত স্মার্টফোনটি৷ তাই তো স্মার্টফোনেই পাওয়া গেছে টয়লেট সিটের থেকে তিনগুণ বেশি জীবাণু৷ প্রতি ২০ জনের মধ্যে একজনকে নিজের ফোন পরিষ্কার করতে দেখা গেছে৷

গবেষণার জন্য বেছে নেওয়া হয় তিনটি সেট, iPhone6, Samsung Galaxy8 এবং Google Pixel৷ লক্ষ্যে রাখা হয় প্রধানত বায়ুজীবী ও ইস্টজাতীয় জীবাণুদেরকে৷ গবেষণায় প্রত্যেকটি সেট থেকেই কিছু না কিছু জীবাণুর নমুনা পাওয়া গেছে৷ একটি স্মার্টফোনের সব থেকে নোংরাতম (আনহাইজিনিক) জায়গা হল স্ক্রিন বা ডিসপ্লে৷ ত্বকের সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাও হতে পারে এই স্মার্টফোনের স্ক্রিনের কারণেই৷

সার্ভেতে অনেকেই জানিয়েছেন, তারা দীর্ঘসময় ধরে পরিষ্কার করেননি তাদের মোবোইল ফোনের স্ক্রিন৷ গ্রে বিস্টন (সেলস এবং মার্কেটিং ম্যানেজার, Insurance2go) জানান, ‘আমাদের ফোন কখনও আমাদের থেকে দূরে থাকে না, যেখানেই যাই সর্বত্রই সেটিকে নিয়ে যাই৷ সুতরাং, খুব স্বাভাবিক নিয়মেই যাতায়াতের মাঝে বেশ কিছু জীবাণু আটকে যায় স্মার্টফোনের স্ক্রিনে৷’

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।

কেএনইউ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি