ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে অ্যাপলের স্বচালিত গাড়ির দূর্ঘটনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে অ্যাপলের চালকবিহীন স্বচালিত একটি গাড়ি। ক্যালিফোর্নিয়ার একটি সড়কে পেছন থেকে মানব চালিট আরেকটি গাড়ি থাক্কা দিলে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।

তবে এই দূর্ঘটনায় গাড়িটিতে থাকা কোন যাত্রী আহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাড়িটির।

গত ২৪ আগস্ট এই দূর্ঘটনা ঘটলেও মোটর যান অধিদপ্তর (ডিএমভি) গতকাল শুক্রবার এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করলে বিষয়টি প্রথমবার জনসমক্ষে আসে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি চালানো প্রতিটি প্রতিষ্ঠানকে ডিএমভিকে সাপ্তাহিক একটি প্রতিবেদন দাখিল করতে হয়। গাড়ি দূর্ঘটনার শিকার হলে প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক হয়ে যায়। তেমনই একটি প্রতিবেদন থেকে অ্যাপলের গাড়িটির এই দূর্ঘটনার বিষয়টি জানতে পারে গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, আনুমানিক বেলা ৩টার দিকে এই দূর্ঘটনা ঘটে। সানিডেল এলাকার লরেন্স এক্সপ্রেস থেকে কিফার রোডে ওঠার সময় এই লেক্সাস আরএক্স৪৫০এইচ মডেলের বিশেষায়িত মডেলের ঐ চালকবিহীন গাড়িটিকে ১৫ মাইল প্রতি ঘন্টা গতিতে পেছন থেকে আঘাত করে নিসানের ২০১৬ মডেলের একটি গাড়ি।

এই দূর্ঘটনা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

প্রতিষ্ঠানটির বর্তমানে ৬৬টি স্বচালিত গাড়ি আছে। এগুলো অবশ্য এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি