ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যেভাবে ভেরিফাই করবেন ফেসবুক অ্যাকাউন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

জনপ্রিয় কোনও ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে তাকালে লক্ষ্য করবেন পাশে একটা ব্লু-টিক দেওয়া রয়েছে৷ এই ব্লু-টিকের মর্ম অনেকেই জানেন৷ অর্থাৎ অ্যাকাউন্টটি সরকারিভাবে স্বীকৃত৷ তবে, কেবল জনপ্রিয় ব্যক্তিরাই বা কেন এই সুবিধা ভোগ করবেন? এটা অনেকেই মনের প্রশ্ন৷ কিন্তু জানেন কি, চোখের পলকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেজ, চ্যানেলটিও হতে পারে অফিশিয়ালি ভেরিফায়েড৷ তবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব প্রত্যেকের ক্ষেত্রে পদ্ধতি আলাদা৷

ফেসবুকের নীতি বলছে, কেবল প্রামাণ্য বা বৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্লু-টিক দেওয়া হয়৷ সেক্ষেত্রে প্রথমে ইচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডকে এই ব্লু-টিকের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হয়৷ আবেদন পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন৷ এরপর আবেদনকারীকে একটি ফর্ম পূরণ করতে হয়৷ সেখানে বেশকিছু নীতির উল্লেখ থাকে৷ যেমন, অ্যাকাউন্টটির গ্রহণযোগ্যতা থাকতে হবে, ফেসবুক প্রদত্ত শর্ত পূরণ করতে হবে, কোনও ধরনের বিভ্রান্তিকর বা অশ্লীল পোস্ট করা যাবে না৷ এই নীতিগুলি মেনে ফর্মটি পূরণ করে ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়৷ তারপর বিবেচনা করে কোনও অ্যাকাউন্টের জন্য ব্লু-টিক প্রদান করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ৷

একইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে ব্লু-টিক থাকা মানে অ্যাকাউন্টটির বৈধতা প্রমাণ হওয়া৷ জানা গিয়েছে, অ্যাকাউন্টের বৈধতা পাওয়ার জন্য এখন সরাসরি আবেদন করা যায় না ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে৷ বৈধ ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকলে বা ইউটিউব চ্যানেল থাকলে, তা লিংক করানো যায় টুইটার অ্যাকাউন্টের সঙ্গে৷ এছাড়া ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কয়েকটি নিজস্ব গাইড-লাইন রয়েছে৷ যা মান্য করলেও অ্যাকাউন্টের পাশে ব্লু-টিক পাওয়া যেতে পারে৷ গাইড লাইনে স্পষ্ট করে বলা হয়েছে, অ্যাকাউন্টটি সম্পূর্ণ নামে থাকতে হবে, বায়ো সেকশন ভরতি থাকতে হবে এবং সময়ে সময়ে ইনস্টাগ্রামের প্রমোশন পরিষেবাকে ব্যবহার করতে হবে৷

ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ব্লু-টিক পাওয়ার জন্য এক লক্ষ সাবস্ক্রাইবার পাওয়া বাধ্যতামূলক৷ এরপরেই অফিশিয়াল চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করা যায়৷ ফেসবুক, ইস্টাগ্রামের মতো ব্লু-টিক পাওয়ার ক্ষেত্রে টুইটারও একই শর্ত মান্য করে চলে৷ তবে দুঃখের বিষয় বর্তমানে ব্লু-টিকের অপশনটি টুইটার কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে৷

তথ্যসূত্র: ইনডিয়ান সংবাদ প্রতিদিন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি