ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০২১ সালের মধ্যে ২০ লাখকে আইসিটি সেক্টরে আনা হবে: পলক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সোসাইটির রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট প্লেসে ওয়ার্ক ফোর্স হিসাবে কাজ করছে বাংলাদেশ। এখানে প্রায় ৬ লক্ষ মেধাবী ও দক্ষ তরুণ-তরুণী কাজ করে থাকেন। আমরা ২০২১ সাল নাগাদ দেশের ২০ লাখ তরুণ-তরুণীকে আইসিটি সেক্টরের পেশায় নিয়ে আসবো।’      

রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে চারটি বিপ্লব ঘটেছে। প্রথমটি পণ্য পরিবহনের জন্য রেললাইন আবিষ্কার, দ্বিতীয়টি বিদ্যুৎ আবিষ্কার, তৃতীয়টি ইন্টারনেট ও কম্পিউটার আবিষ্কার আর চতুর্থটি বর্তমান সময়ে অটোমেথেড মেশিনের ব্যবহার। এখন মানুষ সব সময় ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে। মানুষ নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন, রোবটিক্স আবিষ্কার ব্যবহারের মাধ্যমে প্রযুক্তির জগৎ বিশাল ক্ষেত্রে পরিণত করেছে। তথ্য ও প্রযুক্তির ফলে পৃথিবী হয়ে বর্ডারলেস। বর্তমানে বাংলাদেশে প্রায় ৯ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।’

সরকারের দেওয়া ‘আর্নিং এ্যান্ড লার্নিং’ প্রশিক্ষণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ১৩ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ১১ প্রশিক্ষাণার্থী এক বছরে ২০ লক্ষ ডলার আয় করেছে। চলতি বছরে এ প্রকল্পের আওতায় আরও ৪০ হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।
এর আগে, সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এআর/ভিআর/এমআর ল্যাব উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ল্যাবটি রাজশাহীতে বাস্তবাধীন বঙ্গবন্ধু হাই-টেক পার্ক প্রকল্পের আওতায় নির্মিত হয়।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি