ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধ হতে যাচ্ছে গুগল প্লাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বন্ধ করে দেওয়া হচ্ছে গুগলের সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম গুগল প্লাস। গুগলের ডেভেলপার প্লাটফর্মে গুগল প্লাসের নিরাপত্তা ত্রুটির কারণে ৫ লাখ ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা, পেশা, লিঙ্গ ও বয়সের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে। আর এর জের ধরেই বন্ধ করে দেওয়া হচ্ছে প্লাটফর্মটি।

গত মার্চেই এই ত্রুটির ব্যাপারটি গুগল ধরতে পারলেও সরকারি নীতিমালা লংঘনের জটিলতা এড়াতে ও নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে সফটওয়্যারে ত্রুটির বিষয়টি তারা গোপন রাখে। তবে খবরটি প্রকাশ হওয়ার পরপরই গুগলের শেয়ারের দাম তাৎক্ষণিকভাবে ২ শতাংশ কমে যায়।

গুগল বলেছে, তাদের ডেটা প্রটেকশন অফিসার ত্রুটিটি যাচাই-বাছাই করে দেখেছে, এ ত্রুটির কারণে উন্মুক্ত হওয়া তথ্যগুলো অন্য কোনও থার্ড পার্টি কোম্পানির হাতে পড়েনি। আর তাই বিষয়টি তেমন গুরুতর না হওয়ায় জনসম্মুখে তা প্রকাশও করা হয়নি।

উল্লেখ্য, ফেসবুককে টেক্কা দিতে ২০১১ সালে গুগল প্লাস উন্মোচন করা হয়। কিন্তু খুব কম সংখ্যক ব্যবহারকারীই ব্যবহার করতেন গুগল প্লাস।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি