ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এখন দেশের বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ নিয়ে আসার পর গ্রাহকদের মধ্যে দারুন সাড়া ফেলেছে। নতুন ফোনটি অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে তুলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

ওয়াই নাইন সিরিজের সর্বশেষ সংস্করণের ফোনটির ফার্স্ট ডে সেলস সেলিব্রেশন উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগতদের গানে গানে মাতিয়ে তোলেন ব্যান্ডদল শিরোনামহীনের সাবেক ভোকাল তানজির তুহিন ও তার ব্যান্ডদল আভাস। হৃদি শেখ ও তার দল নাচ পরিবেশন করেন। পাশাপাশি মোবাইল গেমারদের জন্য আয়োজন করা হয় গেমিং প্রতিযোগিতা। গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হয় গিফট হ্যাম্পার।

অনুষ্ঠানে অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে চমৎকার ডিজাইনের ফোনটি তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ফোনটির অগ্রিম বুকিং শেষ হয় শুক্রবার (২ নভেম্বর)।

সাকিব আল হাসান বলেন, হুয়াওয়ে সব সময় ব্যবহারকারীদের হাতে সেরা মানের ফোন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আশা করি হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ফোনটি ক্রেতাদের সাধ্যের মধ্যে সব চাহিদা পূরণ করতে পারবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর ক্যালভিন ইয়ং বলেন, হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ওয়াই সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের সকল চাহিদা এ ফোনটি পূরণ করতে পারবে। ফোনটির গুণগত মান গ্রাহকদের সন্তুষ্ট করবে। পাশাপাশি উন্নত মান ও ডিজাইনের ফোন ব্যবহারের স্বাদ পাবেন। আশা করি, বাংলাদেশের ক্রেতাদের কাছে ফোনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।

আগ্রহী ক্রেতারা শনিবার থেকে দেশজুড়ে ৬৪ জেলায় হুয়াওয়ের ব্র্যান্ড শপ ও অনুমোদিত পরিবেশকের কাছ থেকে নতুন এই স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। এর দাম রাখা হচ্ছে ২২ হাজার ৯৯০ টাকা।


হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯:
ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই নাইন ২০১৯ সংস্করণ। বাজারে নিয়ে আসা নতুন এ ফোনটিতে রয়েছে বিভিন্ন সুবিধা। মাঝারি সীমার বাজেটের ফোনটিতে তরুণদের জন্য রয়েছে নানা আয়োজন-সুবিধা। মুভি দেখা, ছবি তোলা ও সম্পাদনা করা, গেমস খেলায় দ্রুতগতি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার প্রযুক্তির পাশাপাশি হুয়াওয়ের সবচেয়ে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি ফোনটির প্রতি আলাদা দৃষ্টির দাবি রাখে। নতুন ফোনটিতে নচসহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এতে। এর ফলে অপেক্ষাকৃত বেশি সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। ওয়াই নাইন ২০১৯ এ ব্যাটারি নিয়ে চিন্তা না করলেই চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধাসহ কিরিন ৭১০ প্রসেসর। এর ফলে ফোনটি আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ৪ জিবি র‌্যামের সঙ্গে আছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৪০০ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে। গ্রাহকদের নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পাবে হুয়াওয়ের নতুন এ ফোনটিতে। সব শ্রেণির ব্যবহারকারীদের কথা চিন্তা করেই ওয়াই সিরিজের নতুন এ ফোনটি তৈরি করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি