ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

ভুয়া খবর ঠেকাতে হোয়াটসঅ্যাপের ২০ গবেষক দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৫৫, ১৪ নভেম্বর ২০১৮

ভুয়ো খবর কী ভাবে ছড়ায়, কী ভাবে এই সমস্যা ঠেকানো যায়— এ সব নিয়ে গবেষণার জন্য ২০টি দল গড়ে তুলেছে  হোয়াটসঅ্যাপ।  ভারত, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেছে নেওয়া হয়েছে গবেষকদের।

চলতি সপ্তাহেই তাদের নিয়ে ক্যালিফর্নিয়ায় বৈঠকে হবে। এই অ্যাপের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোয় ৩০ জনের প্রাণ গিয়েছে। ভারত সরকার বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের কর্তাদের।

হোয়াটসঅ্যাপে নজরদার ও ভারতে পিটিয়ে খুনের বিষয়টি দেখবে যে দল, তাতে রয়েছেন লন্ডন স্কুল অব ইকনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের শকুন্তলা ব্যানাজি ও রামনাথ ভট্ট, বেঙ্গালুরুর সংস্থা ‘মারা’-র অনুষী আগরওয়াল ও নিহাল পাসানহা।

ডিজিটাল সাক্ষরতা ও ভুল তথ্যের প্রভাব দেখবে যে দল, তাতে রয়েছেন রাঁচী ও দিল্লির গবেষকেরা।

হোয়াটসঅ্যাপের প্রধান গবেষক মৃণালিনী রাও বলছেন,  ‘বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের এই কাজ থেকে আমরা উপকৃত হব। ভুল তথ্য ছাড়ানো রোখার লক্ষ্যে অ্যাপটিতে বদল আনতে তা সাহায্য করবে।’

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি