ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাথটাব ভর্তি পয়সা নিয়ে অ্যাপল স্টোরে যুবক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৭ নভেম্বর ২০১৮

আইফোন কেনা নিয়ে মজার একটি কাণ্ড ঘটাল এক যুবক। আর এই কাণ্ডের সাক্ষী হয়ে থাকলেন রাশিয়ার মস্কোর একটি শপিং মলের অ্যাপল স্টোরের কর্মীরা।

জানা গেছে, আইফোনের লেটেস্ট মডেল iPhone XS কিনতে ৩৫০ কিলোগ্রাম ওজনের এক বাথটাব ভর্তি খুচরো পয়সা নিয়ে স্টোরে হাজির হন এক যুবক। গুনে দেখা যায়, ওই বাথটবে ছিল ১,৩০০ ইউরোর রাশিয়ান রুবলের কয়েন। এই কয়েন গুনতে রীতিমতো ঘাম ছুটে যায় অ্যাপল স্টোরের কর্মীদের। এ সময় মজার এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন স্টোরে আসা অন্য ক্রেতারা।

এ ব্যাপারে ওই অ্যাপল স্টোরের জনসংযোগের দায়িত্বে থাকা লুডমিলা সেমুশিনা জানান, ভিয়াতোস্লাভ কোভালেকো এক বাথটাব খুচরো কয়েন নিয়ে আসার আগে এখানে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, তিনি বাথটাবভর্তি কয়েন নিয়ে iPhone XS কিনতে আসছেন। কিন্তু বিষয়টা তখন ‘ঠাট্টা’ বলেই মনে হয়েছিল।

সেমুশিনা বলেন, ভাগ্যিস এমন ক্রেতা স্টোরে রোজ রোজ আসেন না!

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি