ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জন্মদিনে তারেক মাসুদকে গুগলের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৩, ৮ ডিসেম্বর ২০১৮

অকাল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬২তম জন্মদিন আজ। এ উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে ডুডল করেছে সার্চ জায়ান্ট গুগল। গুগলের এই ডুডলে দেখা যাচ্ছে, তারেক মাসুদের অনবদ্য সৃষ্টি মাটির ময়নার আদলে একটি প্রতিকৃতি রূপ। প্রতিকৃতিকে ধরে আছে একটি হাত। তার চারপাশে তিনটি ফুল। আর বিশেষভাবে লেখা গুগল।
এর আগে বাংলাদেশের পাঁচ কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তৈরি করেছিল ডুডল (ছবিসম্বলিত গুগল সার্চ ইঞ্জিনের হোমপেজ)। তবে সেটা ছিল শুধু বাংলাদেশের গুগল ইউজারদের জন্য। তবে এবারই প্রথমবারের মতো এই সার্চ ইঞ্জিন সাইট বিশ্বব্যাপী দেখাচ্ছে বাংলাদেশি নির্মাতা তারেক মাসুদকে।
এর আগে তারেক মাসুদের স্ত্রী-চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ জানিয়েছিলেন, তারেক মাসুদের ৬২তম জন্মদিন উপলক্ষে গুগল কর্তৃপক্ষ তার প্রতি সম্মান জানিয়ে ডুডল করবে। গুগল কর্তৃপক্ষ বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
ক্যাথরিন বলেন, ‘এটা সত্যিই অত্যন্ত সম্মানের যে গুগল কর্তৃপক্ষ তারেকের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি জানাচ্ছে এইভাবে।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি