ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাজারে পাওয়া যাচ্ছে সব কালারের নোভা থ্রি আই ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ২৪ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের বাজারে একটি আকর্ষণীয় নতুন কালারের নোভা থ্রি আই ফোন পাওয়া যাচ্ছে। আগের দুই কালার আইরিশ পারপল ও ব্যাংকের সাথে নতুন করে পার্ল হোয়াইট কালার যুক্ত হলো।    

অর্থাৎ আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে নোভা থ্রি আই এর সবগুলো কালারের ফোন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

ক্রিসমাস ডে এর কালারের সাথে মিল রেখে সম্প্রতি নতুন কালারের ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ। নিজের পরিবার-পরিজনের সাথে সেরা মুহূর্তগুলো মুক্তার রংয়ে রাঙাতে গ্রাহকরা সারাদেশে হুয়াওয়ের সকল অনুমোদিত শপে এসব ফোন কিনতে পারবেন।

চলতি বছরের আগস্টে নোভা থ্রি আই ফোন দেশের বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চার ক্যামেরার ফোনটি অল্প সময়েই তরুণদের মন জয় করে নেয়। ফটোগ্রাফির জন্য যুঁতসই ফোনটিতে আছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্স বিশিষ্ট ডুয়াল ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা।অসাধারণ এ ক্যামেরার কারণে আগের যেকোনো সময়ের চেয়ে আকারে বড় ও স্বচ্ছ ছবি পাওয়া যাবে।

এ ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনটিতে রয়েছে ১২৮ জিবি রম। এ প্রাইস সেগমেন্টে এটিই প্রথম ফোন। চার জিবি র‌্যাম ও শক্তিশালী গেম স্যুট থাকার কারণে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ফোনটির দাম পড়বে ২৬, ৯৯০ টাকা। 

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি