ডব্লিউএসআইএস সম্মেলনের সভাপতি মোস্তাফা জব্বার
প্রকাশিত : ০৮:১৪, ৮ এপ্রিল ২০১৯
ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশের পক্ষে তিনিই প্রথম বিশ্বের এই মর্যাদাপূর্ণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার থেকে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এ সম্মেলন শুরু হচ্ছে। মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত সম্মেলন চলবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য `স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য যোগাযোগ প্রযুক্তি`।
এর আগে গত বছর এ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের `মুক্তপথ` কর্মসূচি `ডব্লিউএসআইএস` পুরস্কারে ভূষিত হয়।
আরও পড়ুন