ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে ফেইসবুক বিভ্রাট

প্রকাশিত : ২২:৫৮, ৩ জুলাই ২০১৯ | আপডেট: ২৩:৫১, ৩ জুলাই ২০১৯

বিশ্ব জুড়ে আবারও ডাউন হয়েছে ফেইসবুক। ফলে সারা পৃথিবীতে বিভ্রাট দেখা দিয়েছে। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ব্যবহারকারীরা অভিযোগ করছেন।

আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ফেইসবুকে এ সমস্যা দেখা যাচ্ছে বলে খবর প্রকাশ করছে বিভিন্ন দেশের গণমাধ্যম।

ক্ষতিগ্রস্ত ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেইসবুক ব্যবহারকারী।

এদিকে ফেইসবুকের এ ডাউনের বিষয়ে ফেইসবুক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানিকভাবে এখনও কোন বক্তব্য দেয়নি। তবে কারিগরি ত্রুটির কারনে এমনটি হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি