ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হিরো আলমের নামে ভিডিও গেম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৯ জুলাই ২০১৯

বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেতা হিরো আলমকে নিয়ে যেখানে নেটিজেনরা হাস্যরসে মেতে থাকেন সেই তাকে নিয়েই এবার তৈরি হলো ভিডিও গেম। 

গেমটির নাম ‘হিরো আলম মলম’। এটি ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি। গুগল প্লে-স্টোরে সার্চ করলে মিলবে গেমটি।

অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই বুদ্ধি খাটিয়ে কতগুলো বিপদজনক ধাপ পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে খেলোয়াড়কে।

আর গেমের ভেতর সেই বুদ্ধিদীপ্ত ভার্চুয়াল খেলোয়াড়ই হচ্ছে হিরো আলম (গেমের প্রধান চরিত্র)।

সেই ভার্চুয়াল হিরো আলমকে নিয়ে বিভিন্ন ধরনে অ্যারো বাটনে প্রেস করে গেমকে এগিয়ে নিয়ে যাবে খেলোয়াড়।

গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে গেমটি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে গত বছরের শেষের দিকে আলোচনার তুঙ্গে ছিলেন হিরো আলম।

এছাড়াও চলতি বছরের এপ্রিলে স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাভোগ করতে হয় তাকে।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি