ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে টুইটারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৩১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:২৯, ৩১ অক্টোবর ২০১৯

সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। চলতি বছরের ২২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। আর ১৫ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত সব বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) জ্যাক ডরসি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, ইন্টারনেটে বাণিজ্যিক বিজ্ঞাপন রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তবে এরইমধ্যে এই  সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বলছেন, ২০২০ সালে মার্কিন নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত ট্রাম্পবিরোধীদের চক্রান্ত। অন্যদিকে, ডেমোক্র্যাটরা একে স্বাগত জানিয়েছেন।

একে//  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি