ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪১, ২৫ নভেম্বর ২০১৯

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে নিত্য নতুন আবিষ্কার প্রদর্শন করছে ক্ষুদে বিজ্ঞানীরা।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি