ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নতুন রাজনীতির বার্তা দিলেন কেজরিওয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দিল্লির চেয়ারে আবারও বসলেন অরবিন্দ কেজরীয়াল। জয় লাভের পর দিল্লিবাসীকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, কাজ দেখেই দিল্লির মানুষ তাকে ভোট দিয়েছে।

ভোট গণনা শেষ হলে এ দিন বিকালে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন কেজরীওয়াল। সেখানে সাধারণ মানুষের হাতেই জয়ের কৃতিত্ব তুলে দেন তিনি। 

এ দিন কেজরীওয়াল বলেন, ‘এই জয় মানুষের জয়। কাজে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন সকলে। নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছেন।’

এ দিন বিজেপিকে নিয়ে একটিও মন্তব্য করেননি কেজরীওয়াল। বরং আম আদমি পার্টির উপর আস্থা রাখায় মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাদের জয়।’

এ দিন বিজেপিকে নিয়ে একটিও মন্তব্য করেননি কেজরীওয়াল। বরং আম আদমি পার্টির উপর আস্থা রাখায় মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাদের জয়।’
 ইঙ্গিত।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি