ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে আজ পৃথিবী ধংস হতে পারে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৯ এপ্রিল ২০২০

বৃহৎ একটি উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে আজ বুধবার পৃথিবী ধংস হতে পারে। এই খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে কলকাতার জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন- এমন কোনো সম্ভাবনাই নেই।

তবে তাঁরা স্বীকার করছেন, এই উল্কাপিণ্ডের ধেয়ে আসার কথা ছিল। কিন্তু নাসাকে উদ্ধৃত করে তারা জানান, এই উল্কাপিণ্ড পৃথিবীকে আঘাত করবে না। উল্কাপিণ্ডটির জন্ম উনিশশো আটানব্বইতে। তাই এর নাম, ১৯৯৮ ও আর  টু। চার কিলোমিটার দীর্ঘ, ১.৮  কিলোমিটার চওড়া এই উল্কাপিণ্ডটি হিমালয় পর্বতমালার থেকে দশ গুণ বড়। এই উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষ হলে পৃথিবী কার্যত ধংস হতে পারতো। 

কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী থেকে ষাট লক্ষ কিলোমিটার দূর দিয়ে আজ ২৯ এপ্রিল এই উল্কাপিণ্ডটি ছাই হতে হতে বিনষ্ট হবে। এই দূরত্ব যেহেতু পৃথিবী ও চাঁদ এর দূরত্বের ষোলোগুণ, তাই পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। 

জ্যোতির্বিজ্ঞানীরা আরো বলছেন, একশো  বছর আগে উনিশশো আট সালে এইরকম একটি উল্কাপিণ্ড পৃথিবী ধংস করার উপক্রম করেছিল, কিন্তু সে বছর ৩০ জুন তারিখে সাইবেরিয়ায় তা ছাই হয়ে বিলীন হয়ে যায়।

এদিকে, আজ বুধবার টেলিস্কোপ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা দিবস রাত্রি কাটাবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি