ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে পুরোনো ছবি সাম্প্রতিক বলে প্রচার আ. লীগ ও ছাত্রলীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ১৭ ডিসেম্বর ২০২৪

গতকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার থেকে সামাজিকমাধ্যমে কয়েকটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে– ছবিগুলো এ বছরের (২০২৪) বিজয় দিবস উদযাপনের সময়ে ধারণকৃত। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এমনটা দাবি করা হয়েছে। 

তথ্য যাচাই সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানায়, এ বছরের বিজয় দিবস উদযাপনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো প্রকৃতপক্ষে ২০২৪ সালের নয় বরং পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে শহীদের স্মৃতির প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনে গতকালের (১৬ ডিসেম্বর) দৃশ্য দাবিতে প্রচারিত ছবি নিয়ে অনুসন্ধানে এমএইচ শাহিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষ্যে মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের দৃশ্য শীর্ষক দাবিতে দুটি ছবি খুঁজে পায় রিউমার স্ক্যানার। ছবিগুলোর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনামূলক বিশ্লেষণে বেশ সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে– ছবিটি এ বছরের বিজয় দিবসের নয় বরং ২০২২ সালের।

বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে সোমবার (১৬ ডিসেম্বর) শ্রদ্ধাঞ্জলি দেয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবি দুটির একটি নিয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করলে আরমান ইয়াসির নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে পোস্টকৃত একটি ছবির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে– প্রচারিত ছবিটি গতকালের (১৬ ডিসেম্বর) নয় বরং গত বছরের।

এই দাবিতে প্রচারিত অপর ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আরিফুল ইসলাম শারেক নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ১৬ ডিসেম্বরে পোস্টকৃত একটি ছবির সঙ্গে মিল পাওয়া যায়; যা প্রমাণ করে– প্রচারিত ছবিটিও গতকালের (১৬ ডিসেম্বর) নয় বরং গত বছরের। 

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য কাইয়ুম হোসাইনের পক্ষ থেকে গতকাল (১৬ ডিসেম্বর) মেঘনা উপজেলায় ফুলের শুভেচ্ছা জানানোর ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে জুনায়েদ আহামেদ জয় নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত ছবিগুলো ২০২৩ সালের ১৬ ডিসেম্বরে প্রায় একই ক্যাপশনে পোস্ট হতে দেখা যায়; যা প্রমাণ করে– আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোও গতকালের (১৬ ডিসেম্বর) নয়।

সুতরাং, গত বছর ও ২০২২ সালের আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক ছবিকে গতকাল (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপনের ছবি দাবিতে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি