ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১১:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তার পিতা-মাতাসহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি নিজেই।

এক স্ট্যাটাসে কাফি বলেন, ‘মধ্য রাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানিয়েছেন কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।আগুনে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে এবিষয়ে তারা এখনো স্পষ্ট করেনি এবং প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়নি। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে আরেকটি ফেসবুক স্টাটাসে সাংবাদিকদের আহ্বান করে লেখেন, ‘আজ সকাল ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো - আমিই বিপ্লবী সরকার হবো।’

এদিকে, কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। ২০১৯ সাল থেকে তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন। বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ তুলে ধরা হয়।

তার বাবা রজপাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই। করোনার সময় তার মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হন। অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি