ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি খোয়ালেন যুবক
প্রকাশিত : ২২:০৭, ২৩ মার্চ ২০২৫

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন সাজিদা ফাউন্ডেশনের এক কর্মী।
আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন ফারিয়া নিজেই।
গত ১৮ মার্চ শবনম ফারিয়ার এক ফেসবুক পোস্টে রাকিবুল হাসান নামে এক ব্যক্তি আপত্তিকর মন্তব্য করেন। তিনি সাজিদা ফাউন্ডেশনের কর্মী ছিলেন। বিষয়টি নজরে আসার পরপরই ফারিয়া নিজের ফেসবুকে সেই মন্তব্যের স্ক্রিনশটসহ প্রতিবাদ জানান।
এরপর ১৯ মার্চ প্রতিষ্ঠানটি জানায়, তারা ঘটনাটি তদন্ত করছে। আজ (রোববার) সন্ধ্যায় ফারিয়া জানান, সাজিদা ফাউন্ডেশন তাকে জানিয়েছে যে রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়েছে।
ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ, তারা বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছেন। প্রতিষ্ঠানটি দেখিয়েছে, কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটি হতে পারে অনলাইন হয়রানির মাধ্যমেও। কোনো ধরনের সহিংসতাই গ্রহণযোগ্য নয়।’
প্রসঙ্গত, ১৬ মার্চ শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে শবনম ফারিয়া, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ আরও কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। এক ভিডিওতে ফারিয়াকে মজার ছলে বলতে শোনা যায়, ‘আমি তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে।’ সেই ভিডিওর নিচেই আপত্তিকর মন্তব্য করেছিলেন রাকিবুল, যা তাকে চাকরি হারাতে বাধ্য করেছে।
এমবি//