ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাণ্ডা-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১ জুন ২০২০ | আপডেট: ২২:৪০, ১ জুন ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠাণ্ডা-জ্বর নিয়ে সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা যায়।

মোহাম্মদ নাসিমের অসুস্থতা সম্পর্কে যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘উনি (নাসিম) ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। সে কারণে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল।’

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানান, তার পিতার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি কার হয়। তবে এখন অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট নেই। এর চার দিন আগে করোনা ভাইরাস পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ফের পরীক্ষা করা হচ্ছে। এখনও ফলাফল পাওয়া যায়নি।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি